হজ মৌসুমে বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

আরো পড়ুন

হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। নিষেধাজ্ঞাটি ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নিষেধাজ্ঞার মেয়াদ:

সূত্র জানায়, এ নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে। কারণ এই সময়ে মক্কায় অনুষ্ঠিত হবে হজ, যেখানে লক্ষাধিক মুসল্লি অংশ নেবেন।

 কেন এই নিষেধাজ্ঞা

পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানায়, পূর্বে কিছু ব্যক্তি ওমরাহ বা ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে গিয়ে হজ করার চেষ্টা করেন, যা অনুমতি ছাড়া অবৈধ। এতে অতিরিক্ত ভিড়ের কারণে ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে এবং ২০২৪ সালে প্রচণ্ড গরমে ১২০০ মুসল্লির মৃত্যু হয়। তাদের অনেকেই অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে আশ্রয় নিতে পারেননি।

আরও এক কারণ হিসেবে সৌদি কর্তৃপক্ষ জানায়, কিছু মানুষ ওমরাহ বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে অবৈধভাবে শ্রমবাজারে প্রবেশের চেষ্টা করে, যা দেশটির জন্য মাথাব্যথার কারণ।

কারা প্রবেশ করতে পারবেন?

যাদের কাছে ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন

 হজ ২০২৫-এর সময়সূচি:

চলতি বছরের হজ ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যেসব দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা:

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো।

সৌদি সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সম্পূর্ণ প্রশাসনিক এবং নিরাপত্তাজনিত, কূটনৈতিক নয়। মূল উদ্দেশ্য, বৈধ হাজীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হজ নিশ্চিত করা

 

 

 

 

আরো পড়ুন

সর্বশেষ