কমলাপুরে দিবালোকে ভাবীকে খুন! দেবর মাসুদ গ্রেপ্তার

আরো পড়ুন

ঢাকার দক্ষিণ কমলাপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে ভাবীকে হত্যার মামলায় আপন দেবর মাসুদ হাওলাদার (৪৬) কে শরীয়তপুরের শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, গত ৬ এপ্রিল সকাল ১১টা ১৫ মিনিটে পারিবারিক বিরোধের জেরে রাজধানীর দক্ষিণ কমলাপুর কবরস্থান গলিতে বড় ভাইয়ের স্ত্রী আয়েশা খান মনিকে ছুরি দিয়ে নৃশংসভাবে হত্যা করেন মাসুদ হাওলাদার।

488167523 3551380208502556 3083934562646310741 n.jpg? nc cat=106&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=0cfuCFoluhsQ7kNvwGOWNrt& nc oc=AdkD01MluJWnRxFELp74 BkbWeRKQxyzWjgFyAw9zwqJuC wT y24UC1gXIQymHLE9s& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent.fjsr17 1

এই ঘটনায় মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের হলে র‌্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে র‌্যাব-৮ এর সহযোগিতায় পুলিশ তাকে সোমবার গভীর রাতে শরীয়তপুর জেলার পালং থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ জানান, দুই বছর আগে তার স্ত্রীর সঙ্গে ভিকটিমের একটি তুচ্ছ বিষয় নিয়ে বিবাদ হয়। হত্যার দিন আয়েশা খান মনি তার খালা শাশুড়ির বাসা থেকে বাসায় ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা মাসুদ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ