যশোরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক

আরো পড়ুন

যশোর শহরের বেজপাড়া বুনোপাড়া এলাকায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত তাজ (পিতা: শাহাজান, শংকরপুর বটতলা মসজিদ পাড়া) কে কোতোয়ালি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার অনুযায়ী, ঈদের দিন সন্ধ্যায় তিন বছরের প্রেমের সম্পর্কের সুবাদে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে বাসা থেকে ডেকে নেয় তাজ। পরে তাকে কৌশলে বেজপাড়া বুনোপাড়ার একটি তিনতলা ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে বাইরে পাহারায় ছিল তাজের বন্ধু আনন্দ (পিতা: মৃত অশোক, শংকরপুর নতুন বাস টার্মিনাল এলাকা)।

ফ্ল্যাটে ঢোকার পর তরুণীকে জুস পান করায় তাজ। জুসে চেতনানাশক মেশানো ছিল বলে অভিযোগ, যা পান করার পর তরুণী অর্ধচেতন হয়ে পড়েন। সেই অবস্থায় তাজ তাকে ধর্ষণ করে। তরুণী চিৎকার করলে হুমকি দেওয়া হয় জীবননাশের। পরবর্তীতে পরিবারকে জানিয়ে বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করেন তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর তাজ পলাতক ছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ