যশোরের অভয়নগর উপজেলার একতারপুর এলাকায় একটি পুকুর থেকে একটি নবজাতক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মরদেহ পঁচে গলে যাওয়ায় তার লিঙ্গ নির্ণয় সম্ভব হয়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অবৈধ গর্ভপাতের পর নবজাতকটিকে ফেলে দেওয়া হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, আজ সোমবার সকাল ৯টার দিকে স্থানীয়রা পুকুরে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নবজাতকটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। ঘটনার পেছনে যারা জড়িত, তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

