নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে লোকমান হোসেন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভাওর গ্রামে নিজ বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিকেলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লোকমান হোসেন ওই গ্রামের কাসেম আলী চৌকিদার বাড়ির আব্দুল জব্বারের ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, লোকমানের সঙ্গে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। সম্প্রতি গৃহবধূর স্বামী বিদেশ থেকে দেশে ফিরে আসেন। এই পরিস্থিতি মানসিকভাবে মেনে নিতে না পেরে লোকমান আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তারা।
চাটখিল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আব্দুস সুলতান বলেন, “পরকীয়ার বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেনেছি। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য হাতে আসেনি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।”

