৮৫০ টাকার জন্য বন্ধুর ওপর অ্যাসিড নিক্ষেপ, গ্রেপ্তার হাসিব

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার পারবাজার থানা মোড় এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বন্ধু অন্য বন্ধুর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেছে। এতে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন মোবারকপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন (২২)।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, বৃহস্পতিবার সকালে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আশিকুর রহমানের ছেলে হাসিব হোসেন (২৩) তার বন্ধু মারুফের শরীরে অ্যাসিড ছুড়ে দেয়। পুলিশ অভিযুক্ত হাসিবকে আটক করেছে।

দগ্ধ মারুফের চাচা আব্দুল কাদের জানান, হাসিব মারুফের কাছে ৮৫০ টাকা পেতো। এদিন সকালে সে টাকা চাইতে এলে মারুফ ৩০০ টাকা দেয় এবং বাকিটা পরে ফেরত দেওয়ার কথা জানায়। এরপর তারা একসাথে হাসিবের বাড়িতে যায়, যেখানে ফের বাকবিতণ্ডার একপর্যায়ে হাসিব ঘরে থাকা অ্যাসিড মারুফের গায়ে ছুড়ে দেয়।

গুরুতর দগ্ধ অবস্থায় মারুফকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মারুফের বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় হাসিবের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ