ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে খুলেছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একই সঙ্গে আজ থেকেই শুরু হয়েছে কলেজের পাঠদান কার্যক্রমও।
চলতি বছরের ২৭ মার্চ ছিল ঈদের আগের শেষ কর্মদিবস। এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে শুরু হয় টানা ৯ দিনের ছুটি। যদিও সংবাদপত্রসহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ৩০ মার্চ থেকে ছুটিতে যায়।
উপদেষ্টা পরিষদের ২০ মার্চের বৈঠকে ৩ এপ্রিল অতিরিক্ত ছুটি ঘোষণা করার প্রস্তাব অনুমোদিত হয়। এর ফলে এবার ঈদে সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিনের ছুটি উপভোগের সুযোগ পান। চাঁদ দেখার ভিত্তিতে ৩১ মার্চ (সোমবার) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ অক্টোবর ২০২৪ সালে জারি করা এক প্রজ্ঞাপনে জানায়, ৩১ মার্চ ঈদের দিন ছিল সাধারণ ছুটি। ২৯ ও ৩০ মার্চ এবং ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। ২৮ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, আর ৩ এপ্রিলকেও ছুটি ঘোষণা করা হলে ৪ ও ৫ এপ্রিলের সাপ্তাহিক ছুটিসহ মোট ৯ দিনের ছুটিতে ছিল সরকারি কর্মচারীরা।
অন্যদিকে কলেজগুলো ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটির কারণে টানা ২৫ দিন বন্ধ ছিল। কলেজ খুলেছে আজ রবিবার (৬ এপ্রিল) থেকে। তবে স্কুল খুলবে আগামী ৮ এপ্রিল।
দীর্ঘ ছুটির পর আজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকেই অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে

