২০২৫ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (মাস্টার্স সমমান) বোর্ড পরীক্ষায় সারাদেশে মেধা তালিকায় ২৯তম স্থান অর্জন করে যশোর জেলার অভয়নগরের সুনাম বয়ে এনেছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ বিন রেজা। তিনি চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের রেজাউল ইসলাম বিশ্বাসের পুত্র।
হাফেজ আব্দুল্লাহ মনিরামপুর উপজেলার মাসনা মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণ করেন। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গত ৩ এপ্রিল প্রকাশিত ফলাফলে দেখা যায়, যশোর জেলার মধ্যে তিনি সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়েছেন।
তার এই অসাধারণ সাফল্যে পরিবারে বইছে আনন্দের বন্যা। বাবা-মা, ভাই-বোন, চাচা-মামা, খালা-ফুফুসহ সকল আত্মীয়স্বজন খুশিতে উচ্ছ্বসিত। উল্লেখ্য, হাফেজ আব্দুল্লাহ দৈনিক গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তাওহীদ হাসান উসামার একমাত্র ভাতিজা।
সাফল্য সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে হাফেজ আব্দুল্লাহ বলেন, “এই অর্জন আল্লাহ তায়ালার অশেষ রহমত এবং আমার পরিশ্রমের ফল। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করি যেন ভবিষ্যতে একজন ইসলামিক স্কলার হিসেবে দেশ ও জাতির খেদমত করতে পারি।”
তার এই গৌরবময় অর্জন অভয়নগরবাসী ও যশোর জেলার জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে।

