গড়াই নদীতে সাঁতার কাটতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আরো পড়ুন

মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারিয়েছে রাহাদ মোল্লা (১৮) নামে এক যুবক। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। একদিন পর শুক্রবার ভোরে ভাসমান অবস্থায় নদী থেকেই উদ্ধার করা হয় তার মরদেহ।

নিহত রাহাদ মাগুরা শহরের পার্শ্ববর্তী ভিটাশাইর গ্রামের রকিব মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল করার উদ্দেশ্যে রাহাদ, মিনহাজ ও হুসাইন নামের তিন বন্ধু মিলে শ্রীপুর উপজেলার ওয়াপদা-কামারখালী সংযোগ গড়াই সেতুর নিচে নদীতে গোসল করতে আসে।

সেখানে রাহাদ ও মিনহাজ পানিতে নামে। তাদের পরিকল্পনা ছিল নদীর এক পাড় থেকে অন্য পাড়ে সাঁতরে যাওয়া ও সেই দৃশ্য ভিডিও করে ফেসবুক-টিকটকে পোস্ট করা। কিন্তু মাঝপথে হঠাৎ রাহাদ অসুস্থ হয়ে পড়ে এবং সাহায্যের জন্য হাত নাড়ায়। তাকে বাঁচাতে গিয়ে মিনহাজ নিজেও প্রায় ডুবে যায় এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাহাদকে ছেড়ে উঠে আসে।

ঘটনার পর স্থানীয়রা বেরজালসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে খুলনা থেকে ডুবুরি দল ডেকে আনে। বিকেল ৪টার দিকে অভিযান শুরু করে তারা, তবে দুই ঘণ্টার চেষ্টার পরও রাহাদকে উদ্ধার করতে পারেননি।

শুক্রবার ভোরে এলাকাবাসী নদীতে ভেসে থাকা রাহাদের মরদেহ দেখতে পায় এবং পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ রূপ নেয় হৃদয়বিদারক ট্র্যাজেডিতে।

আরো পড়ুন

সর্বশেষ