যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-মেয়ের

আরো পড়ুন

যশোরের পুলেরহাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও তার বড় মেয়ে প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন মা ও ছোট মেয়ে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, খুলনার মুজগুন্নীর বাসিন্দা রুবেল হোসেন (৩২) তার স্ত্রী জেসমিন (২৮) এবং দুই মেয়ে ঐশী (১০) ও তায়েবাকে (৪) নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে ফিরছিলেন। যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে একটি লোকাল বাস (ঢাকা মেট্রো ১৪-০২৫২) তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রুবেল ও ঐশী বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন জেসমিন ও তায়েবা। তবে হাসপাতালে নেওয়ার পর তায়েবার জ্ঞান ফিরে আসে।
দুর্ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় পথচারী ওসমানও (১৯) আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ