যশোরের সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে ঈদের দিন রাত আটটার দিকে বাজি ফুটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অনিক হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই এলাকার হৃদয় হোসেনের ছেলে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহতরা হলেন—বহর আলীর ছেলে আরিফ হোসেন (১৭), লুৎফর মোল্লার ছেলে রিপন হোসেন (৪০), রিপনের ছেলে আপন (১৭) এবং সাইদের ছেলে শামীম হোসেন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের রাতে যুবকরা পটকাবাজি ফুটাচ্ছিলেন। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে এবং ছুরিকাঘাতে কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত জানিয়েছেন, বাজি ফুটানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

