যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর শফি ভাটার পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জামাল হোসেন (৩০), তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।
রোববার (৩০ মার্চ) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি এ্যাপাসি ফোরভি কালো রঙের মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
শার্শা থানার পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা-সেতাই সড়কের ইছাপুর শফি ভাটার পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তা উদ্ধার করে। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫টি মেহগনি গাছের খণ্ড পাওয়া যায়।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, জামাল হোসেন মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে শার্শা ও বেনাপোলের বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করতেন। ঘটনার দিন জামাল ও তার সহযোগী জাহিদ মাদক সরবরাহের জন্য ওই এলাকায় গিয়েছিলেন। তবে জামাল নিহত হলেও জাহিদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, জামালের সঙ্গে থাকা জাহিদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এরপর বিস্তারিত জানা যাবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

