যশোরে ‘শয়তানের নিশ্বাস’ ব্যবহার করে নারীকে বশ করে ধর্ষণ

আরো পড়ুন

যশোরে ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত এক ধরনের রাসায়নিক ব্যবহার করে এক নারীকে বশ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার সকালে যশোর শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেছেন, তার মেয়ে ঝিকরগাছার একটি জুট মিলে চাকরি করতেন। শুক্রবার বিকেলে তিনি বেতনের টাকা আনতে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে জুট মিল থেকে ফেরার পথে এক রিকশাচালকের সঙ্গে রুদ্রপুর যাওয়ার জন্য চুক্তি করেন। রিকশায় ওঠার পর ওই চালক তার মুখের সামনে একটি বস্তু ধরে, যার প্রভাবে তিনি সংজ্ঞাহীনতার মতো অবস্থায় চলে যান এবং রিকশাচালকের কথায় বশীভূত হয়ে পড়েন। এরপর ওই চালক তাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শহরের চৌরাস্তায় পদ্মারানীর পরিত্যক্ত ভবনে নিয়ে যান এবং হাত-পা বেঁধে ধর্ষণ করেন।

কিছু সময় পর নারীর মস্তিষ্ক স্বাভাবিক হলে তিনি পরিবারের কাছে সব খুলে বলেন। পরে তার মা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, “ওই নারীর অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত রিকশাচালককে আটকের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, যশোরে আগে থেকেই ‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিল ব্রেথ’ নামের রাসায়নিক ব্যবহার করে চুরির মতো অপরাধ করত কয়েকটি চক্র। এর আগে তিনজন ইরানি নাগরিকসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবারও একই কৌশল ব্যবহার করে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত ও অভিযুক্তকে ধরতে তৎপর রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ