বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাই নিহত, শোকে স্তব্ধ পরিবার

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঈদের নতুন জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে রাস্তায়, আর পাশে নিথর তিনটি দেহ—পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিহতরা চার ভাইয়ের মধ্যে তিনজন। কিছুদিন আগেই তাদের আরেক ভাই পানিতে পড়ে মারা গিয়েছিলেন। একের পর এক মৃত্যুতে পুরো পরিবার যেন অন্ধকারে তলিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তিন ভাই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এক পরিবারের চার সন্তানের মধ্যে তিনজনকে একইসঙ্গে হারানোর যন্ত্রণা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

Previous article
Next article
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করলো পুনাক যশোর আজ ২৯ মার্চ ২০২৫, বিকাল ৪টায় যশোর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসা: ফেরদৌসী বেগম, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা-১৭) ও উপদেষ্টা, পুনাক খুলনা রেঞ্জ। তিনি পুনাক যশোরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো পুনাকের একটি মহৎ দায়িত্ব। আসন্ন ঈদ উপলক্ষে যশোর পুনাকের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি পুনাকের কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার জনাব রওনক জাহান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুনাক যশোরের সভানেত্রী জনাব নুসরাত রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পুনাক যশোরের সদস্য জনাব আয়শা আক্তার শিউলি, জনাব ডা. মারিয়া জাহান নিঝুম, জনাব আনিতা আশরাফী দিবা সহ অন্যান্য সদস্যবৃন্দ। পুনাক যশোরের এই মহতী উদ্যোগে সহায়তা করার জন্য প্রধান অতিথি পুলিশ সুপার যশোর মহোদয়কে বিশেষ ধন্যবাদ জানান।

আরো পড়ুন

সর্বশেষ