বরগুনার পাথরঘাটায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। ঈদের নতুন জামাকাপড় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে রাস্তায়, আর পাশে নিথর তিনটি দেহ—পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা চার ভাইয়ের মধ্যে তিনজন। কিছুদিন আগেই তাদের আরেক ভাই পানিতে পড়ে মারা গিয়েছিলেন। একের পর এক মৃত্যুতে পুরো পরিবার যেন অন্ধকারে তলিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে তিন ভাই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, এক পরিবারের চার সন্তানের মধ্যে তিনজনকে একইসঙ্গে হারানোর যন্ত্রণা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং তদন্ত চলছে।

