ঝিকরগাছায় মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলার ব্যাংদাহ এলাকায় মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয়ের পাশে আয়োজিত এ কর্মসূচিতে ১০০-এর বেশি সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ ও প্রফেসর নাজমুল। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মো. মিলন হোসেনের আর্থিক সহায়তা ও প্রবাসী শিক্ষার্থীদের সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্র. মো. মিলন হোসেন, সাবেক সভাপতি মো. আলমগীর হুসাইন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রনি, প্রতিষ্ঠাতা মো. সুমন হোসেন, সহ-সভাপতি আসাদুল হক বাবু, আব্দুল রহিম, মো. মুক্তি হোসেন, বিএম কল্লোল, জাহাঙ্গীর কবির, টিটো, তৈয়েবুর রহমান ও হাসান। এছাড়া সাধারণ সম্পাদক বিএম শিহাব হোসেন রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান ও মোহাম্মদ রানা আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

মানব কল্যাণ যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, যা চার বছরেরও বেশি সময় ধরে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসহ নানা মানবিক সহায়তা প্রদান করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠন ভবিষ্যতেও তাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ