জমি বিরোধে কৃষক অপহরণের অভিযোগ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, সন্ত্রাসীরা মারপিটের পর তাকে অপহরণ করে এবং পাঁচ ঘণ্টা পর রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী শাহাবুদ্দীন, তার স্ত্রী শাহানাজ খাতুন ও মেয়ে রোকেয়া খাতুন আহত হয়েছেন। শাহাবুদ্দীনের ছেলে শামীম রেজা অভিযোগ করেন, সোমবার সকালে আওয়ামী লীগ সমর্থিত আশরাফ উদ্দিন ও তার শ্যালক কালু মিয়া তাদের বসতবাড়ির জমি দখল করতে এলে তার বাবা বাধা দেন। এতে সন্ত্রাসীরা তাকে বাঁশ দিয়ে আঘাত করে হাত ভেঙে ফেলে। বাধা দিতে গেলে তার মা ও বোনকেও মারধর করা হয়।

পরে হামলাকারীরা শাহাবুদ্দীনকে বাড়িতে আটকে রেখে চিকিৎসার জন্য বাইরে যেতে দেয়নি। প্রায় দুই ঘণ্টা পর কালু মিয়া তাকে অপহরণ করে। পাঁচ ঘণ্টা পর এক অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, শাহাবুদ্দীন রাস্তার পাশে পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়।

শামীম রেজা আরও জানান, আশরাফ উদ্দিন ও কালু মিয়া এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নির্বাচনের সময় বোমাবাজির সঙ্গে জড়িত ছিল। কালু মিয়ার কাছে সবসময় অস্ত্র থাকে বলে অভিযোগ করেন তিনি।

শার্শা থানার ওসি রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ