চাঁদা না পেয়ে সদর উপজেলা প্রকৌশলি কার্যালয়ের সুপারভাইজারকে মারধর, থানায় অভিযোগ

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা প্রকৌশলি কার্যালয়ের সুপারভাইজার কবির হোসেন চাঁদা না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার লাউজানি বাজার থেকে নারাঙ্গালী বাজারের সংযোগ সড়কে পিচ ঢালাইয়ের কাজ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে কবির হোসেন উল্লেখ করেন, লাউজানি ও নারাঙ্গালী এলাকার মামুন (২১), ইস্রাফিল (২৪), বাহাদুর (৩০)সহ অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। অভিযুক্তরা সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের সদস্য।

কবির হোসেন আরও জানান, লাউজানি বাজার থেকে নারাঙ্গালী বাজার পর্যন্ত রাস্তায় পিচ ঢালাইয়ের কাজের ঠিকাদার সাহিদুজ্জামানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা ঠিকাদার ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার দিন, রাস্তার ওপর দিয়ে ইচ্ছাকৃতভাবে ভ্যান ও মোটরসাইকেল চালিয়ে নির্মাণাধীন রাস্তার ক্ষতি করার চেষ্টা করে আসামিরা। বাধা দিলে তারা কবির হোসেন ও অন্যান্যদের ওপর হামলা চালায়। আসামিরা লোহার রড, বাঁশের লাঠি, কাঠের লাঠি, ধারালো চাকু ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে ধানক্ষেতে ফেলে দিয়ে ইট দিয়ে কবির হোসেনের মাথায় আঘাত করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয়।

এ সময় মো. রনি (২২) নামের একজন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বশেষ