চৌগাছায় গৃহবধূ ৪ দিন ধরে নিখোঁজ, থানায় পিতার অভিযোগ

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলার দক্ষিণ সাগর গ্রামের গৃহবধূ খাদিজা খাতুন চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ২৪ মার্চ তার পিতা লোকমান হোসেন চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ১৩ বছর আগে খাদিজার বিয়ে হয় দক্ষিণ সাগর গ্রামের ইদ্রিস আলীর সঙ্গে। তবে বিয়ের পর থেকেই স্বামীর পক্ষ থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।

নির্যাতনের কারণে খাদিজা তিন মাস বাবার বাড়ি ইলিশমারী গ্রামে অবস্থান করেন। পরে ১৯ মার্চ সালিশ বৈঠকের মাধ্যমে তিনি স্বামীর বাড়িতে ফিরে যান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২১ মার্চ রাতে ইদ্রিস আলী ফোনে খাদিজার বাবাকে গালিগালাজ করেন এবং মেয়েকে নিয়ে যেতে বলেন। এরপর ২২ মার্চ ভোর ৪টা থেকে খাদিজাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় থানায় অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ