ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, যেখানে ভারতীয় নাগরিকদের আটক করা হয়েছে। গতকাল রবিবার রাতে বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে সজল রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।
এর আগে, ১৪ মার্চ রাতে মোমিনতলা এলাকা থেকে সুজন বিশ্বাস নামে আরেক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
এছাড়াও, ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মহেশপুর সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ মোট ২১ জনকে আটক করা হয়, যারা অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিলেন।
এই ঘটনাগুলো সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারির গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দেয়।

