অধ্যা. নার্গিস বেগমকে যশোর চেম্বার অব কমার্স নেতৃবৃন্দের শুভেচ্ছা

আরো পড়ুন

যশোর চেজম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বিএনপির নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার (২৩ মার্চ) তারা যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের তার নিজ বাসভবনে গিয়ে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মনজুর হোসেন মুকুল, জাহিদ হাসান টুকুন, যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, মকসেদ আলী, ট্রেজারার সৈয়দ শাহজাহান আলী খোকন, নির্বাহী সদস্য গোলাম রেজা দুলু, কাসেদুজ্জামান সেলিম প্রমুখ।

উল্লেখ্য, অধ্যাপক নার্গিস বেগম বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী এবং যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক। তিনি সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন।

অধ্যাপক নার্গিস বেগম একজন শিক্ষাবিদ হিসেবে যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সম্মাননা প্রদর্শনায় যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের উপস্থিতি অধ্যাপক নার্গিস বেগমের প্রতি তাদের সম্মান ও সমর্থনের প্রকাশ করে।

আরো পড়ুন

সর্বশেষ