জন-পাঠাভ্যাস সৃষ্টিতে সপ্তাহে একটি বই পড়ির সাধারণের মাঝে বই উপহার ও আলোচনা

আরো পড়ুন

যশোরে ‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেলে ক্যান্ডেল লাইট ক্যাফেতে একটি উন্মুক্ত আলোচনা সভা ও ‘আলোক-সহযাত্রী সম্মিলন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আলোচনা করা হয় ‘উন্নত সমাজ বিনির্মাণে জন-পাঠাভ্যাসের গুরুত্ব’ নিয়ে।

এটি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল, কারণ বই পড়া শুধুমাত্র ব্যক্তিগত উন্নয়নই নয়, মানুষের চিন্তাধারা প্রসারিত করে, সৃজনশীলতা বাড়ায় এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সহায়তা করে।

‘সপ্তাহে একটি বই পড়ি’ সংগঠনের প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পাঠচক্রবন্ধু অপু দেবনাথ আলোচনা শুরু করেন। সভায় অংশগ্রহণকারীরা বই পড়ার গুরুত্ব, পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা, এবং একটি জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে এর অবদান নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণের সম্পাদক ও প্রকাশক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, যিনি তার বক্তব্যে বলেন যে তিনি দীর্ঘ ৫৮ বছর সাংবাদিকতা জীবনে বিভিন্ন সময় বই পড়া আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং ‘সপ্তাহে একটি বই পড়ি’ সদস্যদের উদ্দীপনার প্রশংসা করেন। তিনি আরও বলেন, যদি পাঠকের চাহিদার ভিত্তিতে বই প্রদান করা হয়, তবে সমাজ জ্ঞানে ও চিন্তায় অনেক এগিয়ে যাবে।

এছাড়া অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষাবিদ, ব্যাংক কর্মকর্তা, উদ্যোক্তা এবং কবি। এই উদ্যোগটি সমাজে বই পড়ার অভ্যাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ