ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৩

আরো পড়ুন

চট্টগ্রামের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাহত হয়েছেন। ২১ মার্চ রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন জিয়াদুর রহমান ও আনোয়ার হোসেন, যাদের শাহ আলমের অনুসারী হিসেবে পরিচিত। আর ছুরিকাহত রমিজ দারোয়ান শরিফুলের অনুসারী।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, নগরের জিইসি মোড় এলাকায় ঈদ শুভেচ্ছা ব্যানার টাঙানোর বিষয়টি নিয়ে দুটি পক্ষের মধ্যে প্রথমে দ্বন্দ্ব শুরু হয়। পরে তারা কুসুমবাগ এলাকায় একে অপরের মুখোমুখি হয়, যেখানে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয় এবং একজনকে ছুরিকাঘাত করা হয়।

এ ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আরো পড়ুন

সর্বশেষ