নাভারণ সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত- ১০

আরো পড়ুন

যশোরের নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উলাশী কুচেমোড়া যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বাসযাত্রী ও হাড়িখালী গ্রামের বাসিন্দা লিটন হোসেন জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের চালক সামনের একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়, ফলে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

নাভারণ হাসপাতালের চিকিৎসক শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। এছাড়া একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোরে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।

নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান রোকন জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। আহতদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ