নরসিংদীর রায়পুরা উপজেলার মোহিনীপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
স্থানীয়দের মতে, চাঁনপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও বিএনপি নেতা সামসু মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিএনপি নেতাকর্মীরা একসময় এলাকা ছাড়া হলেও ৫ আগস্টের পর তারা ফিরে আসেন, যার ফলে উত্তেজনা বাড়ে। শুক্রবার ভোরে সালাম মিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চাইলে বিএনপি পক্ষ বাধা দেয়, যা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেল ব্যবহার করা হয়। এক পর্যায়ে গুলিতে একজন এবং ছুরিকাঘাতে আরেকজন নিহত হন। পুলিশ ঘটনার তদন্ত করছে।

