ঝিকরগাছায় মায়ের বকুনি সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা

আরো পড়ুন

ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের বর্ণি গ্রামে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জিহাদ হোসেন (১৮)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

জিহাদ হোসেন মালয়েশিয়া প্রবাসী ফারুক হোসেনের ছেলে। জানা গেছে, সকালে বাড়িতে শ্রমিকরা কাজ করছিলেন। জিহাদের মা সবিতা বেগম তাকে শ্রমিকদের কাছে যেতে বলেন, কিন্তু সে মোবাইল ফোনে গেম খেলতে থাকে। এতে মা তাকে বকাঝকা করলে অভিমানে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

মা সবিতা বেগমের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জিহাদকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

সর্বশেষ