নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিল উপজেলার হরিপুর গ্রামে ১৭ বছর বয়সী কিশোরী কুলসুম আক্তার (১৭) মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কুলসুমের মা তার মোবাইল ফোন ভেঙে ফেলায় তিনি রেগে গিয়ে আত্মহত্যার পথ বেছে নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুলসুমের মা পাশের বাড়িতে গেলে কুলসুম মায়ের ওপর রাগ করে বসত ঘরের টিনের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জাগো/রনি

