ইসরাইল ফিলিস্তিনের গাজার সালাহ আল-দিন স্ট্রিট, যা উত্তর থেকে দক্ষিণে যাতায়াতের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হতো, বন্ধ করে দিয়েছে। এটি হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির লঙ্ঘন বলে অভিযোগ উঠেছে।
বুধবার ইসরাইলি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইসরাইলি ট্যাংক প্রথমবারের মতো গাজা সিটির দক্ষিণে নেযারিমের কাছে সালাহ আল-দিন স্ট্রিটে পৌঁছেছে এবং এই রুটের চলাচল বন্ধ করে দিয়েছে। এদিকে, গাজার পশ্চিমে উপকূলীয় আল-রশিদ স্ট্রিটটি এখনও খোলা রয়েছে, যেখানে মানুষ হাঁটতে পারে এবং উত্তর দিকে যেতে পারে।
ইসরাইল জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে হামাস এবং ফিলিস্তিনিদের ওপর আরও চাপ সৃষ্টি করা হবে, কারণ হাজার হাজার গাজাবাসী ইতোমধ্যেই দক্ষিণ থেকে উত্তর গাজায় চলে গেছেন।
হামাস এই পদক্ষেপকে যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তির বিপর্যয় হিসেবে অভিহিত করেছে এবং বলেছে, এটি গাজার অবরোধকে আরও শক্তিশালী করেছে, যার ফলে এখানকার জনগণের জীবন আরো সংকটপূর্ণ হয়ে পড়েছে।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত গাজায় প্রাণহানির সংখ্যা ৪৮,৫৭৭ জনে পৌঁছায়, যা বুধবার ৪৯,৫৪৭ জনে দাঁড়ায়।
এটি যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করে ইসরাইলের সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে দাবি করেছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়।