শার্শায় গৃহবধূর মৃত্যু: আত্মহত্যা নাকি হত্যা?

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া টেংরা গ্রামে মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় ১৭ বছরের গৃহবধূ হাজেরা খাতুনের মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে।

গৃহবধূর স্বামী ও তার পরিবারের দাবি, হাজেরা আত্মহত্যা করেছে। তারা বলেন, ঘটনার দিন হাজেরা ঘরের জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, হাজেরার পিতা মেহেদী হোসেন অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেছেন, হাজেরা প্রায়ই তার স্বামী আকাশ হোসেন এবং শাশুড়ি রহিমা বেগমের নির্যাতনের শিকার হতো। ঘটনার দিনও স্বামী আকাশ ও শাশুড়ি রহিমার সাথে তার মেয়ের বিরোধ হয়, এরপরই তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রবিউল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্তে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 

আরো পড়ুন

সর্বশেষ