সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ জনতা রাজধানীর খিলক্ষেতে এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা করেছে। মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জান, বয়স আনুমানিক ১৬-১৭ বছর।
খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় একটি শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত কিশোরকে পুলিশ আটক করে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কিশোরকে গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করে এবং পুলিশের ওপরও হামলা চালায়।
এএসআই ইসমাইল আরও জানান, রাত সোয়া ১২টা পর্যন্ত ৭-৮ জন পুলিশ সদস্যকে এলাকাবাসী আটকে রাখে। পরবর্তীতে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

