যশোরের অভয়নগর উপজেলার আলীপুর গ্রামে রাজু ওয়েস্ট কটন রিফাইনারি কারখানায় সোমবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত কারখানাসহ পার্শ্ববর্তী ১০টি গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয়দের দুই ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কারখানার মেশিন ও গুদামে মজুত মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ দাবি করেছে।
কারখানার পরিচালক মদন সাহা জানান, কারখানার পেছনে ফেলে রাখা তুলা থেকে আগুনের সূত্রপাত হয়। যশোর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।

