ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি গণঅধিকার পরিষদের, জাতীয় ঐক্যের আহ্বান

আরো পড়ুন

অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। তারা পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের সকল শক্তিকে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে মানুষ। অন্তর্বর্তীকালীন সরকারও এই গণঅভ্যুত্থানের ফসল। আমরা সরকারকে একতরফাভাবে সমর্থন দিয়ে আসছি, কিন্তু সরকার নিরপেক্ষতার পরিবর্তে একটি পক্ষের সরকার হয়ে উঠেছে

তিনি উল্লেখ করেন, অন্তরবর্তীকালীন সরকারের তিনজন ছাত্র উপদেষ্টার একজন পদত্যাগ করে একটি দলের প্রধান হয়েছেন। সেক্ষেত্রে বাকিরাও সরকারে থাকার নৈতিকতা হারিয়েছেন। তিনজন ছাত্র উপদেষ্টা এক নেক্সাসের অংশ, তাই বাকি দুইজনেরও পদত্যাগ প্রয়োজন।

এছাড়া তিনি বলেন, ছাত্ররা যেহেতু নতুন দল গঠন করেছে, সেক্ষেত্রে বৈষম্যবিরোধী বা সমন্বয়কের আর অস্তিত্ব নেই। ফলে সরকারের সকল সেক্টর ও দপ্তর থেকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করা জরুরি

সংবাদ সম্মেলনে ঢাকা ওয়াসার আউটসোর্সিং নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাশেদ খান বলেন, এটি স্থায়ী নিয়োগের প্রথম ধাপ
২০২৪ সালের ৬ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, প্রায় ২,৫০০ আউটসোর্সিং কর্মীকে রাজস্ব খাতে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে অনিয়মের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সরকারি নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে নতুন উপদেষ্টা পরিষদ গঠন জরুরি

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড দিল্লিতে এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন

গণঅধিকার পরিষদ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, বাংলাদেশে কোনো ইসলামিক সন্ত্রাসবাদ নেই এবং সংখ্যালঘুদের ওপর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। বরং ভয়েস অব আমেরিকার এক জরিপে দেখা গেছে, অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ ও শাকিল উজ্জামান প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ