দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

আরো পড়ুন

দেশের চার বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি

আবহাওয়া অধিদপ্তরের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

আজকের (মঙ্গলবার) আবহাওয়া পূর্বাভাস

আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী দুই দিনের পূর্বাভাস

  • বুধবার (১৯ মার্চ): সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কিন্তু রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • বৃহস্পতিবার (২০ মার্চ): ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী পাঁচ দিনের পূর্বাভাস

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, সময়ের শুরুতে সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা বেশি।

আবহাওয়া পরিবর্তনের কারণে যারা বাইরে বের হবেন, তাদের উপযুক্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরো পড়ুন

সর্বশেষ