যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে সম্প্রতি এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র ঐক্য এ বিক্ষোভের আয়োজন করে।
উল্লেখ্য, গত রোববার বিকেলে ওই তরুণী গদখালী বাজারে ফুল কিনতে গেলে অভিযুক্তরা তাকে লিচুবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পুলিশ এ ঘটনায় ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ প্রতিবাদ জানাচ্ছে।