শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার শার্শার ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা

আরো পড়ুন

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন যশোরের শার্শা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন তোতা। সোমবার ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানিয়েছেন, কবির উদ্দিন তোতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে শার্শা থানায় পৃথক তিনটি মামলা রয়েছে। সোমবার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির উদ্দিন তোতা উপজেলার শ্যামলাগাছী গ্রামের বাসিন্দা এবং শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। শার্শা থানার এসআই উজ্জল হোসেন জানান, গত বছরের ১২ সেপ্টেম্বরের একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্টের জন্য আবেদন করার প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

সর্বশেষ