যশোর শহরের রেল বাজার ইজারাদার মীর সাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাতে রেল গেট এলাকায় বেসরকারি পঙ্গু হাসপাতালের সামনে তাকে গুলি করা হয়। যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল হাসান জানিয়েছেন, সাদির বুকে একাধিক গুলি লাগার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে চিহ্নিত সন্ত্রাসী সুমন ওরফে ট্যাটু সুমন তাকে গুলি করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল বাজারের ইজারা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।