যশোরের উপশহর এলাকায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান নামে এক যুবককে দুই ঘণ্টার মধ্যেই আটক করেছে পুলিশ। হাসান ফোন চার্জ দেওয়ার অজুহাতে ভিকটিমের বাড়িতে গিয়ে তার চার বছরের সন্তানের গলায় ছুরি ধরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি ও তার মা আহত হন। পরে ভিকটিম থানায় মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনিহার বাসস্ট্যান্ড থেকে হাসানকে গ্রেপ্তার করে।

