সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
সোমবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা, দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম, তাদের বিদেশযাত্রা বন্ধের আবেদন করেন, যা আদালত মঞ্জুর করে।
এছাড়া, তন্দ্রা ভট্টাচার্য্যের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। খুলনা কর অঞ্চলের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (সার্কেল-৮, যশোর) তার মূল নথি সংগ্রহের নির্দেশ পেয়েছেন।
আদালত সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদক একটি মামলা করে। অভিযোগে বলা হয়, তন্দ্রা ভট্টাচার্য্যের সঙ্গে যোগসাজশে তিনি জ্ঞাত আয়ের বাইরে ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদ অর্জন করেন। পাশাপাশি, ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করেন, যা মানিলন্ডারিং আইনে অপরাধ।
একই দিন, দুদক আরও একটি মামলা করে, যেখানে স্বপন ভট্টাচার্য্যকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তার নামে ২ কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া, ১৯টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অর্থ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে উপার্জিত বলে অভিযোগ করা হয়, যা মানিলন্ডারিং অপরাধের আওতায় পড়ে।

