নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় যৌতুকের জন্য গৃহবধূ তাসলিমা বেগমকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মো. দিদার উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১৫ মার্চ) র‍্যাব-১১, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, দিদার উদ্দিন দীর্ঘদিন ধরে স্ত্রী তাসলিমার কাছ থেকে যৌতুকের দাবি করতেন। গত ৪ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা চাইলে স্ত্রী অপারগতা প্রকাশ করেন। এতে দিদারসহ পরিবারের সদস্যরা তাকে নির্মমভাবে মারধর করে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা দায়ের করলে র‍্যাব অভিযান চালিয়ে শুক্রবার (১৪ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করে। তিনি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

জাগো/রনি

আরো পড়ুন

সর্বশেষ