যশোরে বিএনপির ইফতার মাহফিলে অধ্যাপক নার্গিস বেগম: “স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে”

আরো পড়ুন

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের জনগণ কঠিন সময় পার করেছে। এমনকি গত রমজান মাসেও যশোরের অনেক বিএনপি নেতাকর্মী মিথ্যা মামলায় কারাবন্দি ছিলেন এবং তাদের ঈদ কেটেছে কারাগারে। তবে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই দুঃসময়ের সাময়িক অবসান ঘটেছে। কিন্তু এর পেছনে রয়েছে অনেক ত্যাগ, বেদনা ও শহীদদের আত্মদান, যা ভুলে গেলে চলবে না।

শুক্রবার (১৫ মার্চ) যশোর নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলের অন্যায়-অত্যাচারের কথা জনগণের সামনে তুলে ধরতে হবে, যাতে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সমাজের সব স্তর থেকে এদের বিতাড়িত করতে হবে।”

এর আগে, তিনি প্রেস ক্লাব যশোরে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন। এ সময় জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ফিরোজা বুলবুল কলি, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ, বিএনপি নেতা শাহিনুর হোসেন ঠাণ্ডু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সম্মিলনী ইনস্টিটিউশন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হাবিবুল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মণ্ডলীর সদস্য মাহতাব নাসির পলাশ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান কুরবান প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ