রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ভুল সিগন্যালের কারণে ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।
স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ জানান, একটি ট্রেন ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি সেখান থেকে ফিরছিল। সিগন্যাল সমস্যার ফলে সংঘর্ষ ঘটে, এতে দুটি ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয় ও বেশ কিছু ক্ষতি হয়। যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম জানান, দুর্ঘটনার কারণ তদন্তে কমিটি গঠন করা হবে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করবে।

