শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
সংগঠনের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা বলেন, এক সপ্তাহের মধ্যে আছিয়া হত্যা মামলার রায় দিয়ে আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। সব ধর্ষকের ফাঁসি নিশ্চিত করতে হবে। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও ইসলামী শিক্ষা চালুর দাবি জানান তিনি।
জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী বলেন, বিগত সরকারগুলোর ছত্রছায়ায় ধর্ষণ বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি ও জামিন বাতিলের ঘোষণা দিলেও বাস্তবায়ন জরুরি।
নাজমুন্নাহার নীল বলেন, গত ১০ বছরে সাড়ে ৩ হাজার শিশু ধর্ষণের মামলা হলেও একটিরও বিচার হয়নি। দ্রুত বিচার আইনে সকল ধর্ষকের ফাঁসি কার্যকর করার দাবি জানান তিনি।
মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

