যশোরে ইফতারির সময় জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চুরি

আরো পড়ুন

যশোরে ইফতারির সময় জুসের মধ্যে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চুরির ুঘটনায় চুন্নু মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তবে তার সহযোগী বাবু ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেলেও পুলিশ তা উদ্ধার করেছে।

আটক চুন্নু মোল্লা নড়াইলের নড়াগাতি থানার পাখিমারা মধ্যপাড়ার বাসিন্দা, মৃত ওহাব মোল্লার ছেলে। আর পলাতক বাবু ঝিনাইদহের শৈলকুপার মৃত মান্নান গাজীর ছেলে, বর্তমানে নড়াইলের নড়াগাতি থানার মাউলী গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন।

ভুক্তভোগী রাহাত হোসেন (১৯), যশোর সদর উপজেলার তোলানুরপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে। তিনি কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে জানান, জীবিকা নির্বাহের জন্য তিনি একটি ইজিবাইক চালান। গত ১২ মার্চ বিকেল ৩টার দিকে চুন্নু ও বাবু পালবাড়ির মোড় থেকে ৫০০ টাকার ভাড়ায় ইজিবাইকটি নিয়ে বিমানবন্দর সড়ক ও উপশহর পার্কে ঘুরতে যান।

সন্ধ্যায় ইফতারের সময় তারা রাহাতকে পানিসহ ইফতার দেন এবং একটি জুস পান করতে বলেন। জুস পান করার পর তিনি ঝিমঝিম অনুভব করতে থাকেন। এরপর বাবু ইজিবাইক চালিয়ে আনার কথা বলে চাবি নিয়ে পার্কের বাইরে চলে যান। কিছুক্ষণ পর রাহাত বুঝতে পারেন, তার ইজিবাইক চুরি হয়েছে। তিনি চুন্নুকে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণপিটুনি দেয়।

পরে পুলিশ এসে চুন্নুকে আটক এবং আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পুলিশ চুন্নুর ফোন ব্যবহার করে বাবুর সঙ্গে যোগাযোগ করে। বাবু জানায়, বাঘারপাড়ার আয়াপুর গ্রামে ইজিবাইকটি ফেলে চলে গেছে, কারণ চার্জ শেষ হয়ে গিয়েছিল। পুলিশ সেখানে গিয়ে ইজিবাইকটি উদ্ধার করলেও বাবুকে আটক করতে পারেনি।

 

আরো পড়ুন

সর্বশেষ