যশোর খড়কি আপন মোরে জাহিদুল নামে এক ব্যাক্তি কে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা

আরো পড়ুন

যশোরের খড়কিতে এক রিকশাচালককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১০টার পর আপনমোড়ে এ ঘটনা ঘটে। আহত রিকশাচালক জাহিদুল গাজী খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের জব্বার আলী গাজীর ছেলে এবং যশোরের খড়কি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

জাহিদুল ও তার পরিবারের সদস্যদের ভাষ্যমতে, তৈমুর নামে এক ব্যক্তি তাকে ফোন করে ডেকে নেয়। তৈমুরের সঙ্গে আরও কয়েকজন ছিল। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় একটি সূত্রের মতে, জাহিদুলের সঙ্গে কয়েকজন উঠতি বয়সী যুবকের কথাকাটাকাটি হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটতে পারে।

 

আরো পড়ুন

সর্বশেষ