নোয়াখালীতে যুবককে গুলি করে হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবদল নেতা গ্রেপ্তার

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. বোরহান (৪৮) নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে চাটখিল পৌরসভা এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বোরহান চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং খিলপাড়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন। তিনি পশ্চিম দেলিয়াই গ্রামের মাওলানা অলি উল্লার ছেলে।

র‍্যাব-১১ জানায়, ২০১৫ সালের ১৮ মে রশিদ খান নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে বোরহানসহ অপর আসামিরা তাকে গুলি করে হত্যা করেন। রশিদ খান প্রতিবাদ করার পর তাকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি হত্যার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন, রশিদ খান ও তার সঙ্গী মাহবুব মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আসামিরা তাদের মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে রশিদ খানকে হত্যা করে। এই হত্যার পর, চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত বোরহানকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু জানান, বোরহান দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ