দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম এবং তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
আজ, বৃহস্পতিবার (১৩ মার্চ), দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপসহকারী পরিচালক সাবিকুন নাহার তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়, মেজর জেনারেল (অব.) মো. সাফিনুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অনুসন্ধান চলমান থাকায় এবং অভিযোগ সংশ্লিষ্ট সাফিনুল ইসলাম বিদেশে পলায়ন করতে পারেন এমন তথ্য পাওয়ায়, তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ২০১৮ সালের ২৮ মার্চ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন।

