শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে শার্শার কায়বা ইউনিয়নে চাল বিতরণের সময় প্রতি বস্তায় ৩০ কেজির পরিবর্তে ২৫-২৬ কেজি চাল দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সুবিধাভোগীরা অন্যত্র ওজন পরিমাপ করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, মার্চ মাসের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরের চাল মঙ্গলবার সকালে বিতরণ করা হয়। ওই দিন শার্শার কায়বা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ করা হয়। নিয়ম অনুযায়ী, প্রত্যেক কার্ডধারীকে ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হয়েছে মাত্র ২৪-২৬ কেজি।

বাগআঁচড়া বাগুড়ী বাজারের একটি দোকান থেকে কার্ডধারীরা ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চালের মূল্য পরিশোধ করলেও ওজনে পাচ্ছেন ৪-৬ কেজি কম। স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রতিবার এখান থেকে চাল সংগ্রহের পর অন্য দোকানে মেপে দেখলে ওজনে কম পাওয়া যায়। বিষয়টি প্রমাণ করতে পাশের একটি দোকান থেকে মেশিন এনে চাল ওজন দেওয়া হলে প্রতি বস্তায় ৪-৬ কেজি কম দেখা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ডিলার, রাড়িপুকুর গ্রামের শাহাজান কবির কোনো সঠিক উত্তর দিতে পারেননি।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বশেষ