অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন শিশু রয়েছে। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ কোকেন, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুর উপজেলার খোশালপুর, কুসুমপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে ১০ নারী ও ৮ শিশুসহ মোট ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
আটককৃতদের মধ্যে কয়েকজন হলেন:
- বরগুনা সদর উপজেলার মনমথ হাওলাদার (৫৫)
- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শাওন শেখ (৩৩)
- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিষ্ণু ঢালী (৭০)
- খুলনার তেরখাদা উপজেলার শচীন বিশ্বাস (৫৭)
- যশোরের মনিরামপুর উপজেলার চয়ন মন্ডল (১৯)
- নোয়াখালীর হাতিয়া উপজেলার গৌরাঙ্গ জলদাস (৪৫) ও তার ছেলে তীর্থ জলদাস (১৭)
এদিকে, হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে সাফদারপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী মহান্দা ট্রেনে অভিযান চালিয়ে ১ কেজি ৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
একই দিন পৃথক অভিযানে—
- চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় থেকে ১৫ বোতল
- হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল
- নতুনপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, রাজাপুর ও খোশালপুর বিওপির পৃথক অভিযানে ৭৬ বোতল ভারতীয় মদ এবং মাধবখালী বিওপি থেকে ১৮৩০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট বিজিবির স্টোরে সংরক্ষিত রয়েছে।