ওমানে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

আরো পড়ুন

ওমানের পানজা শহরে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর গ্রামের মো. সায়মন (২৫) এবং রাউজানের মো. জসীম (৪৫)। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?

ওমান প্রবাসী মো. সাইদ জানিয়েছেন, শনিবার রাত ১২টার দিকে সায়মন ও জসীম পানির ট্যাংক পরিষ্কার করতে যান। প্রথমে সায়মন ট্যাংকের ভেতরে নামেন, কিন্তু দীর্ঘক্ষণ উঠে না আসায় জসীম তাকে দেখতে নামেন। এরপর তিনিও উপরে ফিরে আসতে পারেননি।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে, তারা ঘটনাস্থলে এসে দুজনকেই মৃত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাব বা বিষাক্ত গ্যাসের কারণে তারা শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন

নিহত সায়মনের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি প্রবাসে কঠোর পরিশ্রম করে অর্থ সঞ্চয় করে দেশে বাবা-মায়ের জন্য একটি ঘর তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই মৃত্যু তাকে কফিনবন্দি করে দেশে ফেরাবে।

অন্যদিকে, নিহত জসীম রাউজানে বসবাস করলেও তার আসল বাড়ি বরিশালে বলে জানা গেছে।

নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করতে ওমানস্থ বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে।


 

আরো পড়ুন

সর্বশেষ