কালীগঞ্জে সাবেক মেয়র মোস্তফিজুর রহমান বিজু আটক

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তফিজুর রহমান বিজুকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) দুপুরে শহরের আড়পাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

কেন আটক করা হলো?

পুলিশ জানায়, মোস্তফিজুর রহমান বিজুর বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানো, শিবির কর্মী শামীম হোসেন হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে দুপুর ১টার দিকে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের বক্তব্য

কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বলেন, “মোস্তফিজুর রহমান বিজুর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। বিস্তারিত যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই তিনি স্থানীয় রাজনীতিতে আলোচিত ছিলেন এবং বিভিন্ন সময় নানা বিতর্কের মুখে পড়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ