যবিপ্রবিতে পরীক্ষায় না দিয়েও পাস, তদন্তের দাবি

আরো পড়ুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মার্কেটিং বিভাগের এমবিএ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করেও পাস করার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এমবিএ-২২২৩০৯ রোলধারী এক শিক্ষার্থী এমকেটি-৫১০৭ কোর্সের পরীক্ষায় বসেননি, কিন্তু তাকে পাস দেখিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে

ডকুমেন্ট যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য

বিশ্ববিদ্যালয়ের তদন্তে দেখা যায়—
✔ পরীক্ষার্থীর উপস্থিতি পত্রে কোনো স্বাক্ষর নেই
বিভাগ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো কাগজে তাকে উপস্থিত দেখানো হয়েছে
✔ বিষয়টি টাইপিং মিস্টেক নয়, কারণ নাম্বার ও অন্যান্য তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন—

“এ ধরনের ঘটনায় টাইপিং মিস্টেকের সুযোগ নেই। উপস্থিতি পত্রে স্বাক্ষর নেই, অথচ পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে পাঠানো কাগজে কীভাবে উপস্থিত দেখানো হলো?”

প্রশাসনের নীরবতা ও উপাচার্যের প্রতিক্রিয়া

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান এস.এম শরীফুল হক ও পরীক্ষা কমিটির সভাপতি মো. সালিউদ্দীন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আমিনুল হকও উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছু বলতে অস্বীকৃতি জানান।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন—

“আমি বিষয়টি আপনাদের মাধ্যমে জেনেছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

আরো পড়ুন

সর্বশেষ